জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী সরদার (৭০) আর নেই। রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাকে সম্মান প্রদর্শন পূর্বক দাফন সম্পন্ন করা হয়েছে। পারিবারিকভাবে জানা যায়, কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী সরদার বার্ধক্য জনিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩০সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্না..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ৩ কণ্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার (১ অক্টোবর) বেলা দেড় টার দিকে উপজেলার কাশিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও পুস্পস্তাবক দিয়ে সম্মান প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি রুলী বিশ্বাসের নেতৃত্বে সম্মান প্রদর্শনে উপস্থিত ছিলেন-থানার আফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, ইউপি সদস্য আলী মোহাম্মদ, স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের কর্মকর্তা আজমল হোসেন বাবু সহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ ও শুভাকাঙ্খীবৃন্দ। পরে একই মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। অসংখ্য মুসুল্লীদের অংশগ্রহনে অনুষ্ঠিত জানাযা নামাজটি পরিচালনা করেন-মাওলানা আব্দুস ছাত্তার।




Leave a Reply

Your email address will not be published.