তালা প্রতিনিধি : তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া বিলে খাস খাল ইজারা নিয়ে মৎস্য ঘের করায় দীর্ঘদিন বিলের পানি নিস্কাষনের বাধা সৃষ্টি হচ্ছিল। এ ঘটনায় এলাকার ভুক্তভোগি কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জনা খেশরা ইউনিয়নের সহকারী তহশিলদার (নায়েব) অসীম হালদারকে দায়িত্ব প্রদান করেন।
বিষয়টি তদন্তের জন্য শনিবার (১ অক্টোবর) সকালে খেশরা ইউনিয়নের সহকারী তহশিলদার (নায়েব) অসীম হালদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগিদের সাথে কথা বলেন।
এ সময় ভুক্তভোগি কৃষক মোহাম্মদ খায়রুল ফকির, বদরউদ্দিন মোল্লাসহ কয়েকজন বলেন, জেঠুয়া বিলে খাস খাল ইজারা নিয়ে মৎস্য ঘের করায় দীর্ঘদিন বিলের পানি নিস্কাষনের বাধা সৃষ্টি হচ্ছিল। তাছাড়া সেখানে লোনা পানি তুলে ঘের করা হচ্ছে। খাস খাল দখলে নিয়ে মৎস্য ঘের না করে উক্ত খাস খাল উন্মুক্ত করে সেখানে ধান চাষ করতে চান তারা।
খেশরা ইউনিয়নের সহকারী তহশিলদার (নায়েব) অসীম হালদার বলেন, প্রাথমিকভাবে তদন্ত কার্য সম্পন্ন হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।




Leave a Reply

Your email address will not be published.