সমাজের আলো ।।কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যা ৬টার দিকে কলারোয়া ফুটবল ময়দানের দক্ষিণ পাশে অবস্থিত শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। মোমবাতি প্রজ্জ্বলনের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোরঞ্জন সাহা। কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মৃতিচারণমূলক আলোচনা সভায় বক্তারা অসাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, কলারোয়া পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’ লীগের সাংগঠনিক সস্পাদক বেনজীর হেলাল, সাংবাদিক অধ্যাপক শেখ জাভিদ হাসান, উপজেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া গালর্স পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, শিক্ষক অনুপ কুমার ঘোষ, শিক্ষক আব্দুল ওহাব মামুন, সেবা’র প্রভাষক মিজানুর রহমান, জোবায়ের, আলফাজ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা।




Leave a Reply

Your email address will not be published.