শফিকুর রহমান, কলারোয়া: কলারোয়ার বোয়ালিয়ায় স্বর্গীয় কিনু লাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে ভাদড়া বিবিএস ক্লাব ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪ – ৫ গোলে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে আসাদুল এন্টারপ্রাইজ ফুটবল একাদশ । সোমবার ( ১৪ ডিসেম্বর) বিকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা ফুটবল মাঠে মনোমুগ্ধকর ঐ ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয় । খেলা প্রথমার্ধে আক্রমণ – পাল্টা আক্রমণ চলতে থাকলেও কোনো গোল না হওয়ায় গোল শুন্য বিরতিতে যায়। বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে উভয় দল । এরপর খেলার দ্বিতীয়ার্ধের ০৫ মিনিটে ভাদড়া বিবিএস ক্লাবের ১০ নং জার্সি ধারী শাহেদের গোলে ১ – ০ তে এগিয়ে যায় । এরপর খেলার দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে আসাদুল এন্টারপ্রাইজ ফুটবল একাদশের ৬০ নং জার্সি ধারী ফিরোজের হঠাৎ গোলে খেলায় সমতা ফেরায় দলটি। এরপর থেকে রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত উভয় দলের পক্ষে আর কোনো গোল না হওয়ায় খেলাটি সরাসরি টাইব্রেকারে গড়ায় । টাইব্রেকারে ৫ – ৪ গোলে জয় লাভ করে আসাদুল এন্টারপ্রাইজ ফুটবল একাদশ । খেলাটি পরিচালনা করেন, মাসুদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা করেন, মোশাররফ হোসেন ও আবু সাইদ । ধারাভাষ্য প্রদান করেন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক অহিদুজ্জামান খোকা ও প্রিমিয়ার ছাত্র সংঘের আবুল বাশার । সহস্রাধিক দর্শকের পাশাপাশি উপস্থিত থেকে মনোরম খেলাটি উপভোগ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টো লাল গাইন, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার সহিদুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেম আহমেদ, বালিয়াডাঙ্গা বাজার কমিটির সভাপতি আলহাজ সিরাজুল হক, সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি’র সাতক্ষীরা জেলা সমন্বয়কারী সাতক্ষীরা শফিকুর রহমান, বিশিষ্ট ক্রীড়াবিদ তোতা মিয়া , ইউনিয়ন প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি তৌহিদুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।




Leave a Reply

Your email address will not be published.