ফারুক হোসাইন রাজ, নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়ায় নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিমূলক ২২ দিনের নকশি সেলাই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে৷ বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার অফিসার্স ওয়েল ফেয়ার ক্লাবে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে ২২ দিনের এ নকশি সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস৷

এ প্রশিক্ষণের মাধ্যমে উপজেলার ২০ জন নারী নিত্য প্রয়োজনীয় পোশাক তৈরির ২৫ ধরনের সেলাইয়ের দক্ষতা অর্জন করেছে৷ সমাপনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী ও ২২ দিনের যাতায়াতসহ প্রতি জনকে ৩ হাজার ৮০ টাকা করে ভাতা প্রদান করা হয়৷অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের প্রতিনিধি উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর সুরেশ মন্ডল, প্রশিক্ষীকা নাহিদা খাতুন, রওশন আরাসহ প্রশিক্ষনার্থী বৃন্দ৷




Leave a Reply

Your email address will not be published.