কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলার কেড়াগাছী ইউনিয়নের কাকডাঙ্গা উত্তর পাড়া ঈদগাহের পার্শ্ববর্তী কবর খননের সময় পরিত্যক্ত একটা মর্টার সেল উদ্ধার করেছে বিজিবি। স্হানীয় সূত্রে জানা যায় কাকডাঙ্গা গ্রামের মৃত নাসিমউদ্দীনের ছেলে কাসেম আলী (৯০) বার্ধক্য জনিত মৃত্যবরণ করেন। মঙ্গলবার দুপুরে মৃতের কবর খননের সময় খননকারীরা খুড়তে যেয়ে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় একটা মর্টার সেল দেখতে পায়। পরে স্থানীয়রা মর্টারসেলের বিষয়টি কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পে জানালে বিজিবি মর্টারসেলটি উদ্ধার করেছে বলে দ্বায়িত্বরত কোম্পানি কমান্ডার নিশ্চিত করেন। মর্টার সেল ১৯৭১ সালের মুক্তি যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিলো বলে ধারনা করা হয়।
কলারোয়া থানার ওসি নাছির উদ্দিন মৃধা ঘটনা নিশ্চিত করেছেন।




Leave a Reply

Your email address will not be published.