• সমাজের আলো। ।কলারোয়া উপজেলা র পৌরসভার ৬৩ লাখ টাকার কাজের দরপত্র বিক্রি হয়েছে ৫৭ টি ।আর তিনটি কাজের দরপত্র পড়েছে ১১টি ।বিপুল টাকার এ কাজের কোন প্রতিযোগিতায় না থাকায় সরকার মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। অভিযোগ উঠেছে সমঝোতা করে কলারোয়া কয়েক জন আওয়ামী লীগ নেতা এ কাজ ভাগাভাগি করে নিয়েছে। কলারোয়া পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল জানান দরপত্র বিক্রির শেষ দিন ছিল ২৭ সেপ্টেম্বর। দরপত্র বিক্রি হয়েছে ৫৭টি। ৬৩লাখ টাকার কাজের দরপত্র দিন ছিল ২৯ সেপ্টেম্বর। ৫৭টি দরপতাদের দরপত্র পড়েছে মাত্র ১১ টি ।রাস্তার কাজ পেয়েছেন কলারোয়া উপজেলা আসাদুজ্জামান,আলাইপুর গ্রামের মিজানুর রহমান ও জাতীয় পার্টির নেতা মুনছূর আলী।দরপত্র ফেলায় কোন বাধা ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না।পুলিশ ছিল।দরপত্র কেউ না ফেললে তার কিছু করার নেই।কোন ব্যক্তি অভিযোগ করেননি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *