সমাজের আলো :  সাতক্ষীরার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৭ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল রবিবার প্রকাশ করা হয়। সকাল ১১ টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত এ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সদস্য শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। ফল ঘোষনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, গার্লস পাইলট হাইস্কুলের শিক্ষক ফজর আলী, শ্রী আনন্দ কুমার প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আবু বকর ছিদ্দীক, আনারুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, এমএ সাজেদ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, নাছরিন সুলতানা, তজিবুর রহমান, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রাণী পাল, এসিটি ইসমাইল হোসেন, শাহাবুদ্দীন, অফিস সহকারী আমিরুল ইসলাম প্রমুখ। বিদ্যালয়ের ২০১৭ সালের বার্ষিক পরীক্ষায় ৬ষ্ঠ শ্রেণির মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে অর্ণবী পাল রিয়া, ৭ম শ্রেণির মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে মাহি আল হাসান মাহি এবং ৯ম শ্রেণির মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে জোহরাতুন ফাতিমা। সর্বোচ্চ নম্বর পেয়ে স্কুল ফাস্ট হয় ৬ষ্ঠ শ্রেণির অর্ণবী পাল রিয়া। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী শিক্ষক মশিউর রহমান।




Leave a Reply

Your email address will not be published.