সমাজের আলো : বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশে পুরাতন সাতক্ষীরা বিনয় ঘোষ ও তার তার ভাইপো সুভাষ ঘোষের দুগ্ধ সামগ্রী প্রস্তুতকারী ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় বিএসটিআই এর অনুমোদন বিহীন মাননিয়ন্ত্রণ উপায়ে দুধ থেকে ক্রিম সেপারেশন করে ছানা মিষ্টি প্রস্তুত করে সুনির্দিষ্ট মেযাদযুক্ত লেবেলিং না করে রাজধানী ঢাকায় পাঠানো হয় বলে প্রমান পায় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাদের ক্রয়কৃত দুধ ল্যাক্টোমিটার দিয়ে পরীক্ষা করে ৪৫-৫০ ভাগ পানি মিশ্রিত পাওয়া যায়। সুভাষ ঘোষের ফ্যাক্টরির পাশে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ছানা মিষ্টি প্রস্তুত করতে দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বহু অনিয়মের কারণে প্রতিষ্ঠান দুটির মালিক ও ম্যানেজারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১ ও ৫৩ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান।




Leave a Reply

Your email address will not be published.