সমাজের আলো : কথিত মানবাধিকারকর্মীদের নিয়ে আসা হেলিকপ্টার দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। শনিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় কথিত মানবাধিকারকর্মীদের নিয়ে আসা হেলিকপ্টার দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। শনিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় ছবি: প্রথম আলো বাবা-ছেলের পারিবারিক বিরোধ। নানা টানাপোড়েনের পর থানায় বসে সব মীমাংসাও হয়। কিন্তু হঠাৎ আজ শনিবার সেই ‘বিরোধ মেটাতে’ এলাকায় হাজির বিশাল গাড়িবহর, এল হেলিকপ্টার। এসব বাহনে চেপে আসা লোকজন পরিচয় দিলেন তাঁরা ‘মানবাধিকার কর্মী ও সাংবাদিক’। এমন এলাহি কাণ্ডে এলাকায় হইচই পড়ে যায়। জড়ো হন আশপাশের উৎসুক মানুষ। কথিত ‘মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের’ খবর পেয়ে ছুটে আসেন এলাকার বিশিষ্টজনেরাও। শেষ পর্যন্ত স্থানীয়দের তোপের মুখে ফিরে যান তাঁরা। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারে। তদন্তের নামে এই ‘শোডাউন’কে ভালোভাবে নেননি এলাকাবাসী। চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিক, আইনজীবী ও সাধারণ মানুষের তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি শনিবার আন্দুলবাড়িয়া ও আশপাশের এলাকায় প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়। স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান লতিফ ট্রেডার্সের মালিক আবদুল লতিফ বিশ্বাস ও তাঁর ছেলে মোস্তফা তাজওয়ারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে। সম্প্রতি টানাপোড়েন বাড়তে থাকে। গত ১১ অক্টোবর জীবননগর থানায় বসে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও এলাকার মুরব্বিদের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তি হয়। আবদুল লতিফ বিশ্বাস বলেন, থানায় বসে নিষ্পত্তির পর সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু কয়েক দিন ধরে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের পরিচয়ে বেশ কিছু লোক বাবা-ছেলের বিরোধের খবরকে পুঁজি করে ফায়দা লোটার চেষ্টা করেন। ফোন করে তাঁকে বিভিন্নভাবে হুমকি-ধমকিও দেওয়া হয়।




Leave a Reply

Your email address will not be published.