রবিউল ইসলাম: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা মাঠে প্রগতি সংঘ আয়োজিত ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জের পিডিকে মিতালী সংঘ ও শ্যামনগর ফুটবল একাডেমির মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা নির্দ্ধারিত সময়ে গোলশূণ্য ড্র হয়। পরবর্তীতে টাইব্রেকারে শ্যামনগর ফুটবল একাডেমি ৫-৪ গোলের ব্যবধানে পিডিকে মিতালী সংঘকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ম্যাচ সেরা হয়েছেন শ্যামনগর ফুটবল একাডেমির গোলরক্ষক রবিউল ইসলাম বিদ্যুৎ। প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করেন জাহাঙ্গীর কবির এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মামেনুর রহমান, সাজেদুর রহমান শাহীন ও সুকুমার দাশ বাচ্চু। বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলেয়ার হুসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক প্রমুখ। ধারাবর্ণনায় ছিলেন ইসমাইল হোসেন মিলন ও আবদুল্যাহ সিদ্দিকী।




Leave a Reply

Your email address will not be published.