রবিউল ইসলাম: শ্যামনগর উপজেলায় শারদীয়া দুর্গোৎসব বৈশি^ক মহামারি করোনার কারণে স্বাস্থ্য বিধি মেনে ৬৫টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গা দেবীর পূজা শুরু হবে এবং ২৬ অক্টোবর সোমবার দশমী পূজার মধ্য দিয়ে এবারের দুর্গা দেবীর পূজার সমাপ্তি ঘটবে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারন সম্পাদক এড. কৃষ্ণ পদ মন্ডল বলেন, উপজেলায় এবার ৬৫টি মন্ডপে শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন অনুযায়ী পূজার সংখ্যা হল ভূরুলিয়া-৩টি, কাশিমাড়ী-২টি, শ্যামনগর-৯টি, নুরনগর-৩টি, কৈখালী-৫টি, রমজাননগর-৭টি, মুন্সিগঞ্জ-১০টি, ঈশ^রীপুর-৪টি, বুড়িগোযালিনী-৯টি, আটুলিয়া-৯টি, পদ্মপুকুর-২টি ও গাবুরা-২টি। শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে এবার প্রতিটি মন্ডপে ৫০০ কেজি করে চাল সরকারি সহায়তা হিসাবে প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন। করোনার কারণে এবারে দুর্গোৎসবের কোন সাজ সাজ রব নেই বলে মন্ডপ কর্তৃপক্ষ জানান। ব্যবসায়ীরা বলেন, করোনার কারণে দুর্গোৎসব উপলক্ষে অন্যান্য বারের তুলনায় এবার বিক্রী নেই বললেও ভুল হবে না। মন্ডপ কর্তৃপক্ষ বলেন, করোনার কারণে স্বাস্থ্য বিধি মেনে পূজা অনুষ্ঠিত হবে।




Leave a Reply

Your email address will not be published.