হাফিজুর রহমান শিমুলঃ আসন্ন (২০২৩ সালের) এসএসসি, দাখিল, এসএস সি/দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু ও সু শৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) বেলা ১১ টায় প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। উপজেলার মাধ্যমিকের তিনটি কেন্দ্রের কেন্দ্র সচিব, মাদ্রাসার দুইটি কেন্দ্রের কেন্দ্র সচিব ও পরিক্ষা পরিচালনা কমিটির সঙ্গে আসন্ন এস এস সি পরীক্ষার প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস আলী, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল হাকিম, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য। এ সময়ে উপস্থিত সকলের সম্মতিতে নাজিমগঞ্জ পরীক্ষা কেন্দ্রের হল সুপার উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, গোপাল চন্দ্র গাইন, নলতা পরীক্ষা কেন্দ্রের হল সুপার তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, ভেন্যু কেন্দ্রের হল সুপার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনা ও নকলমুক্ত পরীক্ষা গ্রহনের জন্য পরীক্ষা পরিচালনা কমিটি, কেন্দ্র সচিব ও আইন শৃংখলা বাহিনীকে কঠোর ভাবে নির্দেশনা দেন।




Leave a Reply

Your email address will not be published.