সমাজের আলো : কালীগঞ্জে বর্ষা এনজিওর কর্মী মাসুমা খাতুন কর্তৃক গ্রাহকদের টাকা আত্মসাৎ করে উল্টো গ্রাহকের নামে ষড়যন্ত্রমূলক মামলা করার অভিযোগ পাওয়া গেছে এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা রতনপুর ইউনিয়নের কাশীশ্বরপুর গ্রামের মোঃ রুস্তম আলী গাজীর ছেলে মোঃ শফিকুল ইসলাম ও একই গ্রামের আদার আলী ও আব্দুর রশিদ সহ অন্যান্য গ্রাহকরা জানান ধলবাড়িয়া ইউনিয়নের অবস্থিত বর্ষা এনজিওর সমিতির অফিসের মাঠকর্মী কাশেশ্বরপুর গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী মাসুম পারভীন বর্ষার সমিতিতে টাকা রাখলে টাকা ডাবল ও অনন্য সুযোগ- সুবিধা পাওয়া যাবে এভাবে প্রতিটি গ্রামে মানুষের সাথে কথা বলে প্রলোভন দেখায় গ্রামের সহজ সরল গ্রাহকরা অধিক টাকার মুনাফা লোভে বর্ষা এনজিওতে এলাকার খেটে খাওয়া দিনমজুর সহ-সাধারন মানুষ লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করে রাখ। পরবর্তীতে দীর্ঘদিন হওয়ার পর গ্রাহকরা বর্ষা সমিতি থেকে আসল সহ লাভের কোন টাকা না পাওয়ায় গ্রাহক মোঃ শফিকুল ইসলামসহ এলাকার ৩০ জন গ্রাহক বর্ষা এনজিওর কর্মী মাসুমা পারভীন এর কাশিশ্বর পুর গ্রামের বাড়িতে টাকা পাওয়ার বিষয়টি গ্রাহকরা জানতে গেলে বর্ষা কর্মী মাসুমা খাতুন তার স্বামী শাহিনুর রহমান বোন রেহানা পারভীন রাশিদা সহ ৮ থেকে ১০ জন রফিকুল সহ অন্যান্য গ্রাহকদের উপর উপর চড়াও গালি গালাস হয় মারপিট করার আস্ফলন করতে থাকে ওই সময় স্থানীয় রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজী টোকোন ও কালীগঞ্জ থানার দারগা এখানে উপস্থিত হলে বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা চালায় একপর্যায়ে চেয়ারম্যান মহোদয় এর মাধ্যমে ১৫ দিনের সময় দেওয়া হয় মাসুমা পারভীন এনজিওর সমিতিতে প্রাপ্ত টাকা পরিশোধ করবেন ১৫ দিন সময়ের পর গ্রাহকরা তার কাছে টাকা চাইলে তিনি বিভিন্ন তাল বাহানা করতে থাকে এবং টাকা আত্মসাৎ করার লক্ষ্যে মাসুমা পারভীন সাতক্ষীরা আদালতে গিয়ে টাকা প্রাপ্ত গ্রাহকদের নামে ষড়যন্ত্রমূলক মামলা করে এবং পরে কালিগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বর্ষার সমিতির গ্রাহকরা ষড়যন্ত্রমূলক মামলা ও সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানায় বর্ষা সমিতির গ্রাহকরা প্রাপ্ত টাকা আদায়ের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের কাছে আবেদন জানালে বর্তমান বর্ষা সমিতির বর্তমান পরিচালক আশিকুর রহমান বর্ষা সমিতির সম্পদ বিক্রয় করে বিরুদ্ধে টাকা দেওয়ার ঘোষণা দেয় তার প্রেক্ষিতে রতনপুর ইউনিয়নের বর্ষা সমিতির গ্রাহকরা তাদের কাগজপত্র নিয়ে মাসুমা পারভীনের কাছে গেলে সে কাগজপত্র জমা নিতে অস্বীকৃতি জানায় এ নিয়ে চলছে গ্রাহক ও বর্ষা সমিতির মাঠকর্মীর মধ্যে ঠান্ডা লড়াই তারা বর্ষা সমিতির টাকা আত্মসাৎ কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্বোধন কর্তৃপক্ষের আসু হস্তক্ষেপ কামনা করেছে।




Leave a Reply

Your email address will not be published.