রবিউল ইসলামঃ সাতক্ষীরার কালিগঞ্জে বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কে কবিতা পরিষদের পরিচিত স্বরচিত কবিতা পাঠ ও কবি মনজুর লুতফর রহমানের বনছায়া বইয়ের মোড় উম্মোচন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কবি লেখক সাহিত্যিক সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিনত হয়। বীর মুক্তিযোদ্ধা এস এম, মমতাজে হোসেন মন্টু’র সভাপতিত্বে ও কালিগঞ্জ শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা কবিতা পরিষদের সভাপতি মন্ময় মনির। বিশেষ অতিথি ছিলেন কবিতা পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য সরদার গিয়াস উদ্দিন আহমেদ, উপদেষ্ঠা কবি গাজী শাহাজান সিরাজ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, রেডিও নলাতার স্টোশন ম্যানেজার সেলিম শাহারিয়ার, দৃষ্টিাপাতের ব্যুরো প্রধান আশেক মেহেদী, কালিগঞ্জ অলটন প্লাজার ম্যানেজার জাবের হোসেন, কবি ইলাদেবী মল্লিক। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি আলী সোহরাব, রফিকুল ইসলাম, কবি জিএম পারভেজ, কবি বাবর আলী সরদার, কবি মোশারাফ হোসেন, কবি ইব্রাহিম বাহারী, কবি শেখ হারুন, কবি আব্দুর রব, কবি কনিকা সরকার, কবি আফছার উদ্দিন, কবি হাফিজুর রহমান শিমুল, কবি মানিক চন্দ্র ঘোষ, কবি শাহাজান কবির শান্ত, কবি সাকিব জাওয়ান ফারুক, কবি মেহেরুন্নেছা মিম, কবি আবু হোসেন ঢালী, কবি হাবিবা হেনা প্রমুখ। অনুষ্ঠানে বিশিষ্ঠ কবি মনজুর লুতফর রহমানের বনছায়া বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। পরে একই মঞ্চে বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টুকে সভাপতি ও সুকুমার দাশ বাচ্চুকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ঠ কালিগঞ্জ উপজেলা কবিতা পরিষদের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে দৈনিক দৃষ্ঠিপাতের মথুরেশপুর প্রতিনিধি ফরিদুল কবিরকে বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কের নিউজ প্রকাশ করায় তাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল কবি ও অতিথিদের কালিগঞ্জ অলটন প্লাজার পক্ষ থেকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।




Leave a Reply

Your email address will not be published.