রাকিবুল হাসান শ‍্যামনগরঃ কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন এর নৈকাঠী নিদয়া শিবচন্দ্রপুর ভেড়ার মোড় অনেকেরই অভিযোগ রয়েছে বিগত দিনে এসও’র সহযোগীতায় ভেড়ার মোড়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় পাকা স্থাপনা তৈরি হয়েছে অনেক গুলোই শুধু তাই নয় ঘের মালিদের কাছ থেকে উৎকোচ নিয়ে বেড়ীবাঁধ ছিদ্র করে পাইপ বসানো অনুমতি দেন এসও তন্ময় হাওলাদার।কিন্তু সে একবারও চিন্তা করলো না অসহায় ব্যক্তিরা বসবাস করে ঘেরের পাশ দিয়ে তাদের ছোট ছোট মিষ্টি পানির পুকুর ছিল সেটাও নোনা পানি দিয়ে নষ্ট করে দিলো ঘের মালিকেরা। এই বিষয় নিয়ে এলাকা বাসির অভিযোগের পরিপ্রেক্ষিতে তার নামে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছিল মানববন্ধনও হয়েছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টরা এসও’র বিরুদ্ধে কোন অ্যাকশন নেননি। এলাকাবাসীর কাছে জানতে চাইলে বলেন বিগত দিনের কথা তো আপনাকে বলেছি। বর্তমান সময়ে দেখেন রাস্তাটি দীর্ঘ দেড় মাসের অধিক পড়ে আছে কিন্তু তার কোন কাজের তৎপরতা নেই সীমান্ত নদী থেকে বালু উত্তোলন করে রেখেছে রাস্তার উপরে আমাদের চলাচলের খুবই অসুবিধা হচ্ছে যেহেতু সামনে একটি হাট রয়েছে ,মালবাহী গাড়ি আসতে গেলে তাদের যে কষ্ট, আপনাকে আমরা আর কি বলব এরপরও প্রতি রাতে বালু ফেলে দিয়ে অসাধু ব্যক্তিরা জিও বস্তা নিয়ে চলে যাচ্ছে। এলাকা বাসি মন্তব্য করেন ভাঙ্গন কূলে যদি 10000 হাজার বস্তার বাজেট থাকে তাহলে তো অনেকেই বস্তা নিয়ে চলে যাচ্ছে এই বস্তা কি পানি উন্নয়ন বোর্ড দেবে না এইভাবে রয়বয় মিল করে দায় সেরে চলে যাবে।আর ভাঙ্গন কুল ভাঙ্গনেই থেকে যাবে এমনটাই বলেন এলাকাবাসীএবিষয়ে কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও তন্ময় হাওলাদার সাথে কথা হলে তিনি বলেন এখন বর্ষাকাল ভাঙ্গন কুলে পানি বেশি থাকে যার কারনে বস্তা ফেলতে একটু দেরী হচ্ছে পানি বেশি থাকার অবস্থায় বস্তা ভাঙ্গনে দিলে শুরে যেতে পারে। আর ঢাকা থেকে টিম এসে বস্তা গণনা করবে তার পরে বেড়ীবাঁধের কাজ শুরু হবে টিম না আসলে আমার কিছু করার নেই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *