হাফিজুর রহমান কালিগঞ্জ :  ২০২১-২০২২ অর্থবছরে গ্রামীন অবকাঠামো সংস্কার( কাবিখা খাদ্যশস্য প্রথম পর্যায়ে) প্রকল্প ব্যাপক অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে উপজেলা জুড়ে।

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের জনগণ গত বৃহস্পতিবার( ২৩জুন) চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসক, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবর গণ স্বাক্ষরিত পৃথক পৃথক ভাবে অভিযোগ দায়ের করেছে।

অভিযোগের সূত্র এবং রবিবার বেলা ১২টার সময় সরোজমিনে প্রকল্পের স্থান তারালী ইউনিয়নের খলিষখালী গ্রামে গেলে রবীন্দ্র মন্ডল, বিষ্ণুপদ মন্ডল, রিয়াজুল গাজী, তারালী গ্রামের এরশাদ আলী, মিজানুর রহমান আহো শত শত ব্যক্তি সাংবাদিকদের জানান ২০২১-২২অর্থবছরে কাবিখা প্রকল্পে তারালী ইউনিয়নের জয়ন্তর দোকানের পাশ হতে বাবুর বাড়ি অভিমুখে রাস্তা সংস্কার বাবদ ৭মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত চাউলের বাজার মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা। কিন্তু উক্ত প্রকল্পের সভাপতি নং ওয়ার্ডের ইউপি সদস্য ক বীর হোসেন। প্রকল্পের ধরন অনুযায়ী কাজের বিনিময়ে শ্রমিকদের খাদ্যশস্য দেওয়ার কথা থাকলেও ইউপি সদস্য ক বীর হোসেন চাউল না দিয়ে শ্রমিকদের দৈনিক৩ শত টাকা করে মজুরি দিয়েছেন বলে গ্রামবাসী জানান। তারা আরো জানান সর্বমোট ৮০ জন শ্রমিক ৫/৬ দিন ২ শত ফুট রাস্তা এর পাস হোতে মাটি কেটে সমান করে দেওয়া ছাড়াও মৎস্য ঘের এর রিং বাধের পাশে সামান্য মাটি দিয়ে ৩০ হাজার টাকায় প্রকল্পের কাজ সম্পন্ন দেখাইয়া বাকি টাকা আত্মসাত করেছে। সব মিলিয়ে উক্ত প্রকল্পের ২৫ থেকে ৩০ হাজার টাকার বেশি খরচ হয়নি।বাকি ২ লাখ ২০ হাজার টাকা পরস্পর যোগসাজশে বিল উত্তোলন করে আত্মসাত করেছে বলে গ্রামবাসী জানান। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর




Leave a Reply

Your email address will not be published.