সমাজের আলো:  কৃষক লীগের সাধারণ সম্পাদক মাহাবুর রহমানের পেঁয়াজের খেতে পেঁয়াজের সঙ্গে বেড়ে উঠছিল বেশ কিছু গাঁজা গাছ। দেখতে গাঁজার গাছের মতো হওয়ায় সন্দেহবশত পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। ঘটনাস্থলে গিয়ে ওই খেত থেকে মোট ২৪ কেজি ওজনের ৫৫টি গাঁজার গাছ জব্দ করে পুলিশ। সোমবার রাতে এ ঘটনা ঘটে বাসুপাড়া ইউনিয়নের খুঁজিপুর গ্রামে। পরে পুলিশ ওই কৃষক লীগ নেতার ছেলে সাগর আহম্মেদকে (১৯) গ্রেপ্তার করে। সাগর একটি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র। তাঁর বাবা মাহাবুর রহমান পলাতক। মুঠোফোনে যোগাযোগ করা হলে মাহাবুর দাবি করেন, গাছগুলো গাঁজার কি না, তা তিনি জানতেন না। তিনি প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। স্থানীয় লোকজনের অভিযোগের বরাত দিয়ে বাগমারা থানা-পুলিশ জানায়, মাহাবুর নিজের পেঁয়াজ খেতের ভেতরে গোপনে ৫৫টি গাঁজার গাছ লাগান। তিনি ও তাঁর ছেলে এগুলোর পরিচর্যা করতেন। সোমবার স্থানীয় লোকজনের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর রাতে খুঁজিপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। পুলিশ আসার খবর পেয়ে সটকে পড়েন কৃষক লীগের নেতা।




Leave a Reply

Your email address will not be published.