খুলনা প্রতিনিধিঃখুলনা মহানগরের জোড়াগেট এলাকার শহীদুল হাওলাদার হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বীকৃতি স্বরুপ সোনাডাঙ্গা জোনের পেট্রোল ইন্সপেক্টর সৈয়দ মোশারেফ হোসেনকে পুরস্কৃত করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

রবিবার (১৭ এপ্রিল) দুপুরে কেএমপি হেডকোয়ার্টার্স নিজ কার্যালয়ে তার হাতে নগদ অর্থ ও পুরস্কার তুলে দেন কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম), ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা এবং ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা।

উল্লেখ্য, ২০১৭ সালের ১১ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।




Leave a Reply

Your email address will not be published.