সমাজের আলো : শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা ইস গেটের ভবনটি দখলের অভিযোগ উঠেছে। গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম রবিউল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ করেন এলাকাবাসি। অভিযোগে জানা যায়, দলীয় প্রভাব খাটিয়ে পাউবোর ১৫নং পোল্ডারের ৪নং ইস গেটের খালাসি ঘর দখল করে দলীয় সাইনবোর্ড লাগিয়ে নিজস্ব কাজে ব্যবহার করছেন এই নেতা। এ বিষয়ে গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল বারী ও সাধারণ সম্পাদক শেখ মহসিন আলম জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম রবিউল ইসলাম গত কয়েক বছর ধরে চকবারা সংলগ্ন ইস গেটের খালাসি ঘরটি নিজের কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছেন। বিষয়টি আমাদের নজরে এলে আমরা তাকে সরকারি সম্পত্তি দখল করে সাংগঠনিক কার্যক্রমসহ ব্যক্তিগত কার্যক্রম পরিচালনা না করার জন্য অনুরোধ জানাই। কিন্তু সে আমাদের কথায় গুরুত্ব না দিয়ে দাম্ভিকতার সাথে উক্ত সরকারি স্থাপনাটি দখল করে ছাদ এবং দেওয়াল ভেঙে নিজের কার্যালয় হিসেবে ব্যবহার করছেন। এ বিষয়ে ১৬ নভেম্বর ২০২০ তারিখে গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আলোচনান্তে এসএম রবিউল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়ে রবিউল ইসলাম বলেন, পাউবোর ভবনটি ভঙ্গুর অবস্থায় ছিল। আমি সংস্কার করে দীর্ঘদিন আওয়ামী লীগের ওয়ার্ড ও নিজের অফিস হিসেবে ব্যবহার করছি। ইতোমধ্যে কয়েকটি নির্বাচন পরিচালনা করেছি এখান থেকে। পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিয়েই আমি ঠিক করেছি ভবনটি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সাজ্জাদুল হক বলেন, ঘর ঠিক করার জন্য কোন অনুমতি দেয়া হয়নি বরং উনার নামে থানায় অভিযোগ দেওয়া আছে।




Leave a Reply

Your email address will not be published.