সমাজের আলো : মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে করে ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে । এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে ।অভিযোগ করেছে ঘের মালিক আছাদুল ইসলাম। অভিযোগ সূত্রে প্রকাশ, যুগিপোতা গ্রামের মোঃ রফিকুল সরদারের পুত্র মোঃ আছাদুল ইসলাম যুগিপোতা বিলে দীর্ঘ দিন ধরে ৮ বিঘা জমির একটি মৎস্য ঘের করে মাছ চাষ করে আসছে। রুই, কাতলা, গলদা চিংড়ী ও সাদা মাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩ লক্ষ টাকার মাছ ছিল। (৪ জুলাই) রাতে প্রতি দিনের ন্যায় পিতা মোঃ রফিকুল সরদার মৎস্য ঘেরে ছিলো। রাতে কে বা কাহারা শত্রুতা করে মাছ মেরে ফেলাসহ মাছ ধরে নিয়ে যাওয়ার জন্য বিষ প্রয়োগ করে। রফিকুল ইসলাম ঘুম থেকে উঠে দেখে ঘেরের মাছ মরে পানির উপর ভাসছে। ঘেরের পানি বিষের গন্ধে ভরে গেছে। প্রচুর পরিমাণ মরা মাছ নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ আছে। এতে করে আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, জমি নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের মোঃ সামাদ সরদারের পুত্র মোঃ আব্দুল হাই (৩০), মোঃ সাদেক সরদার (৩৫), মোঃ আক্কেল আলী সরদারের পুত্র মোঃ আদর আলী (৩০) শত্রুতা মূলক ভাবে এই ঘটনা ঘটাতে পারে । তারা (৪ জুলাই) সন্ধ্যার পর থেকে ঘেরের আশে পাশে বিভিন্ন ধরনের সন্দেহ জনক পুটলাপুটলী নিয়ে ঘোরা ফেরা করতে দেখেছে এলাকার একাধিক ব্যক্তি। উক্ত ব্যক্তিরা সময় অসময় আমাদের ঘেরে বিষ দিয়ে মাছ নিধন, ঘের লুট, পরিবারের সদস্যদের ক্ষতিসহ জীবন নাশের হুমকী অব্যাহত রেখেছে। এ ঘটনায় ঘের মালিক মোঃ আছাদুল ইসলাম (৫ জুলাই) সাতক্ষীরা সদর থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।




Leave a Reply

Your email address will not be published.