রবিউল ইসলাম: হেমন্তের মিষ্টি রোদের পড়ন্ত বিকেল। শান্ত নদী। শান্ত নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় ঢেউ উঠলো আনন্দের। দুপাড়ের শতশত মানুষ উপভোগ করলেন গ্রামবংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম, ১২ নং গাবুরা ইউনিট এ নৌকাবাইচের আয়োজন করে। রবিবার (১ নভেম্বর) বিকাল ৩ টা থেকে শুরু হয় নৌকাবাইচ প্রতিযোগিতা। এসময় মাঝি-মাল্লাদের গানের তালে তালে উপচে পড়ে দর্শকদের আনন্দ-উচ্ছ্বাস। গাবুরা ইউনিয়নের পূর্ব চাঁদনীমুখা স্লুইস গেট সংলগ্ন কপোতাক্ষ নদীতে অনুষ্ঠিত নৌকাবাইচ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিও ইয়ুথ টিমের সভাপতি মো. কবিরুল ইসলাম। গাবুরা যুব টাইগার স্পোর্টিং ক্লাবের সভাপতি এসএম মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী নৌ-থানার অফিসার ইনচার্জ খাঁন শরিফুল ইসলাম, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিডিও’র প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান, শ্যামনগর থানার এএসআই মনির হোসেন, কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন, সিডিও ইয়ুথ টিম শ্যামনগর উপজেলা ইউনিটের সভাপতি স. ম ওসমান গনী সোহাগ, সহ-সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, বুড়িগোয়ালিনী ইউনিটের সাধারণ সম্পাদক গোপাল গাইন, গাবুরা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শাহীন আলম, বন বিভাগের মো. অহিদুজ্জামান, স্থানীয় সমাজসেবক মো. মাহতাব উদ্দিন প্রমুখ। প্রতিযোগিতায় বিভিন্ন রং-বেরঙের মোট ৬টি নৌকা অংশগ্রহণ করে। এতে আল্ল¬াহর দান নামের নৌকাটি প্রথম স্থান, ময়ুরপঙ্খী নামের নৌকাটি দ্বিতীয় স্থান এবং চাঁদের নৌকা নামের নৌকাটি তৃতীয় স্থান অধিকার করেন। বাইচ শেষে বিজয়ীদের পর্যায়ক্রমে ৩২ ইঞ্চি রঙিন মনিটর, আকাশ ডিস এ্যান্টেনা ও রিসিভার এবং সিলিং ফ্যান উপহার দেওয়া হয়।




Leave a Reply

Your email address will not be published.