সমাজের আলো : মোংলা বন্দর জেটি থেকে কন্টেইনার ভর্তি বিদেশী মদ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে বন্দর জেটির দুই নম্বর ইয়ার্ডে থাকা একটি কন্টেইনার হতে এ মদ জব্দ করা হয়।

মোংলা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. মহিবুর রহমান জানান, ঢাকার নিউমার্কেটের ঠিকাদার ফাহাদ ট্রেডিং নামক একটি আমদানীকারক প্রতিষ্ঠান কুইক লাইম (চুনা পাথর) আমদানীর ঘোষণা দিয়ে সিঙ্গাপুর থেকে এক কন্টেইনার পণ্য আনেন।গত মার্চ মাসে পণ্যসহ এ কন্টেইনারটি মোংলা বন্দরের জেটিতে আসে। এরপর নিয়ম অনুযায়ী আমদানীকারক প্রতিষ্ঠানের এ পণ্য কাস্টমসে এন্ট্রি করার বিধান রয়েছে। এক মাসের মধ্যে এন্ট্রি করে তা ছাড়িয়ে নেয়ার নিয়ম থাকলেও দীর্ঘ ৭/৮ মাসে তা না করায় ওই কন্টেইনারটি নিলামে দেয়ার উদ্যোগ নেয় কাস্টমস কর্তৃপক্ষ।কন্টেইনারের পণ্য নিলামে দেয়ার জন্য মঙ্গলবার ওই কন্টেইনারটি খুলে মালামালের পরিমাণ ও তালিকা করতে গেলে কাস্টমস কর্তৃপক্ষ তাতে মদ বোঝাই পান। অথচ ঘোষণা অনুযায়ী তাতে থাকার কথা চুনা পাথর।




Leave a Reply

Your email address will not be published.