সমাজের আলো : সমাজের অবহেলিত ও দারিদ্র জনগোষ্ঠির উন্নয়নে ও স্বালম্বী করার লক্ষ্যে সাতক্ষীরা শহরের ইটাগাছায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কারিতাসের আয়োজনে বুধবার দুপুরে শহরের ইটাগাছা পূর্বপাড়ায় উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জার্মান ভিত্তিক উন্নয়ন সংগঠন জি.আই.জেড এর উন্নয়ন কর্মসুচির প্রধান উপদেষ্টা এরিকা ডিভোরাকোভা।

কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, কারিতাস বাংলাদেশের নির্বাহি পরিচালক সেবাস্তিয়ান রোজারিও, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রোকনুজ্জামান, শহর সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, কারিতাস খুলনার সিনিয়র হিসাব রক্ষক বিনয় কৃষ্ণ সমাদ্দার প্রমুখ।বক্তারা বলেন, জার্মান ভিত্তিক উন্নয়ন সংগঠন জি.আই.জেড এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংগঠন কারিতাস বাংলাদেশ সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া দারিদ্র জনগোষ্ঠির উন্নয়নে ও তাদেরকে স্বালম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।




Leave a Reply

Your email address will not be published.