সমাজের আলো : চেয়ারম্যানের বিরুদ্ধে দরজা-জানালা চুরির মামলা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সঞ্জুর বিরুদ্ধে পরিত্যক্ত ঘরের দরজা-জানালা চুরির অভিযোগে মামলা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ সংলগ্ন কিশোরগঞ্জ-চামড়াবন্দর আঞ্চলিক মহাসড়কের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে কর্মসূচি পালিত হয়। এতে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ওই ইউনিয়নের ভাটিয়া বাজারে কৃষি বিভাগের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২০ কেজি লোহার রড, চারটি কাঠের দরজা ও পাঁচটি জানালা চুরি হয়। এ ঘটনায় গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) মামলা দায়ের করেন কৃষি বিভাগের ভাটিয়া ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। মামলায় দেহুন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সঞ্জু, মো. সেলিম (৪০), রুবেল (৪০), দানু মিয়া (৩৬) ও হবিকে (৩৬) আসামি করা হয়।




Leave a Reply

Your email address will not be published.