সমাজের আলো : রেঞ্জ পশ্চিম বন বিভাগের কাইনমারী খালের কাঠেরশর টহল ফাড়ীর বনপ্রহরীরা টহলরত অবস্থায় বনবিভাগের তিন বন প্রহরীকে বেধড়ক মারপিট অভিযোগ উঠেছে।কাঠেরশর ফরেস্ট অফিসের কর্মরত বন প্রহরীদের নিয়মিত অভিযানরত অবস্থায় গোপন ভিত্তিতে সংবাদ পায় হরিণ শিকারীরা একটি নৌকায় হরিন নিয়ে যাচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে কাঠেরশর অফিসের দায়িত্বে থাকা কর্মকর্তা দুইটা নৌকা নিয়ে দুই দিক থেকে অভিযান পরিচালনা করেন।গত ৭ই জুন সোমবার দুপুর ১২টার দিকে তিন হরিন শিকারি আলীর ছেলে আমিনুর,(২)মৃত মোকছেদ গাজীর ছেলে ইউনুচ গাজী। (৩)আমজাদ গাজীর ছেলে আব্দুর রউফকে আটকের চেষ্টা করলে তাদের হাতে থাকা বৈঠা দিয়ে বন বিভাগের সদস্যদের উপরে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।চোরা শিকারিদের আঘাতে আজিজুর রহমান, রাজবাবু নামে দুই বন প্রহরী মারাত্মকভাবে আহত হন।




Leave a Reply

Your email address will not be published.