যশোর প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের পরীক্ষার খাতায় অনিয়মের অভিযোগে ৪১ শিক্ষার্থীর ফলাফল অভিযুক্ত করার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত ফলাফল ঘোষণার দাবিতে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ৩ টি কলেজের শিক্ষার্থীরা।

গতকাল রবিবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, অভিযুক্ত ফলাফলের সবাই ঝিকরগাছা মহিলা কলেজ কেন্দ্রের ৩১২ নম্বর কক্ষের পরীক্ষার্থী ছিলেন। সবার ফল প্রকাশ হলেও এসব শিক্ষার্থীর মোবাইল ফোনে পাঠানো ফলাফলের খুদেবার্তায় ‘বহিস্কার/রিপোর্টেড’ জানানো হয়। তারা মার্চ মাসে তৃতীয় বর্ষের ২০২০ সালের পরীক্ষায় অংশ নেন। মাসব্যাপী এ পরীক্ষা কোনো অভিযোগ ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

মানববন্ধনে মশিয়ূর রহমান কলেজের শিক্ষার্থী শারমিলি আক্তার বলেন, ‘প্রথম বর্ষে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করি। দ্বিতীয় বর্ষেও প্রথম শ্রেণির ফল আসে। এবার তৃতীয় বর্ষের কোনো অভিযোগ ছাড়াই ভালো পরীক্ষা দিয়েছি। এখন ফলাফলই আটকে দেওয়া হয়েছে।’

আরেক শিক্ষার্থী আনোয়ার জাহিদ বলেন, ‘কলেজ বা কোনো কেন্দ্রের ভুলের জন্য যদি আমাদের ফলের সমস্যা হয় তাহলে বিষয়টি হতাশাজনক। আমরা দ্রুত এর সমাধান চাই।’ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সর্দার মেহেদী হাসান,ইমন হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় ফল প্রকাশ করে। ফল আটকে দেওয়া শিক্ষার্থীদের মধ্যে ২৮ জন ঝিকরগাছা সরকারি শহীদ মশিয়ূর রহমান কলেজের, ১০ জন বাগআঁচড়ার ডাঃ আফিল উদ্দিন কলেজের এবং ৩ জন নাভারণ ডিগ্রী কলেজের।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সকল ছাত্র ছাত্রীর দ্রুত ফলাফল প্রকাশের দাবি জানান।




Leave a Reply

Your email address will not be published.