সমাজের আলো : খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডে ভুক্তভোগীকে বঞ্চিত করে নতুন তালিকায় স্বজনপ্রীতি করায় ইউপি সদস্যর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন সুবিধাবঞ্চিত পরিবার।

বুধবার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আলীর বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির আওতাধীন ভুক্তভোগীদের নাম বাদ দিয়ে নতুন তালিকা করে স্বজনপ্রীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন সুবিধাবঞ্চিত এলাকাবাসী। অভিযোগে জানা যায়, ভুরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে খাদ্য বান্ধব কর্মসূচির আওতাধীন ১২০ টি কার্ডের মধ্যে ৪০/৪৫জনের নাম ইচ্ছেমতো বাদ দিয়েছেন ইউপি সদস্য হোসেন আলী। নতুন তালিকায় রেখেছেন তার আতœীয় স্বজন ও দলীয় সমর্থিত লোকজনদের নাম। অভিযোগকারী লুৎফফর রহমান, মোর্শেদ হোসেন, রশিদ মল্লিক, সুবাহান, শহিদ মল্লিকসহ আরও অনেকে বলেন, আমরা অসহায় হতদরিদ্র পরিবার। আমাদের সরকারি অন্যকোন অনুদানের কার্ড নেই। মেম্বর তার আত্মীয় স্বজন ও টাকা নিয়ে আমাদের নাম বাদ দিয়ে যাদের জমিজমা ও পাঁকা ঘরবাড়ি আছে তাদের কার্ড দিচ্ছে। এ বিষয়ে ইউপি সদস্য হোসেন আলী বলেন, আমি যে কার্ডগুলো বাতিল করেছি সেই কার্ডগুলো অন্য অসহায় ব্যক্তিদের মাঝে বন্টন করেছি।




Leave a Reply

Your email address will not be published.