সমাজের আলো : দেবহাটার খলিশাখালিতে ভূমিহীন জনগণ হাজার বিঘা জমি দখলের দ্বিতীয় দফা কর্মসূচি পালন করে। রবিবার বিকাল ৪টায় ভূমিহীনরা তাদের মাথা গোজার ঠাইয়ের জন্য খলিশাখালি দ্বিতীয় দফা কর্মসূচি পালন করে।খলিশাখালিতে দীর্ঘদিনের দখলদারদের হটিয়ে ১৩শ’ বিঘা সম্পত্তির মধ্যে থেকে কমপক্ষে এক হাজার বিঘা বিলান জমি ও মৎস্য ঘের দখল নিয়েছেন ভূমিহীনরা। খলিশাখালির বিস্তীর্ণ এসব জমি সরকারি সম্পত্তি উল্লেখ করে গত কয়েক যুগ ধরে তা বন্দোবস্তের দাবি করে আসছিল ভূমিহীনরা। উল্লেখ্য, শনিবার ভোররাতে খলিশাখালি সহ আশপাশের কয়েকটি গ্রামের অন্তত ৫শ’ ভূমিহীন পরিবার শান্তিপূর্ণ ভাবে ওই জমির দখল নেন।ভূমিহীনরা জানান, ১৯৪৭ সালের দিকে জমির সিএস মালিক ইশ্বরচন্দ্র ঘোষের ছেলে চন্ডীচরণ ঘোষ খলিশাখালির ৪৩৯.২০ একর (এক হাজার তিনশত বিশ বিঘা) জমি প্রজাদের জন্য ফেলে রেখে ভারতে চলে যায় এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ভারতে যাওয়ার পর চন্ডীচরণ ঘোষ আর কখনো বাংলাদেশে ফিরে না আসায় আইনানুযায়ী সমস্ত সম্পত্তি সরকারের অনুকূলে চলে যায়।কিন্তু এসব তথ্য গোপন রেখে কিছু ভুমিদূস্যু একাধিক জাল কাগজ পত্র প্রণয়ন এবং তৎকালীন ভুমি জরিপ বিভাগের কতিপয় কর্মকর্তাদের ভুল বুঝিয়ে এসএ রের্কড ব্যক্তি বিশেষের নামে করিয়ে নেন। এছাড়া বিভিন্ন সময় আদালতে মামলা মোকাদ্দামা চালিয়ে পুরো সম্পতি ভোগদখল করে আসছিলেন কিছু ভুমিদূস্যু।শনিবার ভোররাতে সরকারি ওই খাস জমি অসহায় ভুমিহীনরা তাদের দখলে নেন। সরকারি খাস জমি প্রকৃত ভূমিহীনদের বন্টনে বর্তমান সরকার বদ্ধপরিকর। গেল বছর সাপমারা খাল পুন:খননকালে খালের দু’পাড়ের শতশত পরিবার আশ্রয়হীন হয়ে পড়ে। তাদের মাথা গোজার কোন ঠাঁই ছিলনা। অথচ হাজার বিঘা সরকারি জমি জাল জালিয়াতি করে যেসব প্রভাবশালী ভূমিদস্যুরা ভোগদখল করে আসছিল, তারা অধিকাংশই কোটিপতি বা লাখপতি। সেজন্য ওইসব ভূমিদস্যুদের উৎখাত করে প্রকৃত ভূমিহীনরা ঐক্যবদ্ধভাবে সেগুলো দখলে নিয়েছেন। তারা আরো বলেন, জমি দখলের পর থেকে পূর্বের দখলদার ভূমিদস্যুরা তাদেরকে হটাতে নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। এমনকি সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা, মামলারও হুমকি দিচ্ছে তারা। সেজন্য ভূমিহীনরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published.