তালা প্রতিনিধি : বে-সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা সিমাভীর অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত ওয়াশ এসডিজি ওয়াই বাংলাদেশ সাব প্রোগাম ইম্পিমেন্টেশন ফেইজ-২ প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমল হোসেন। উত্তরণ ওয়াশ প্রকল্পের পিও (টি এন্ড এ) শেখরুসায়েদ উল্লাহ ও পিও (এ) রেনুকা কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যানসহ সকল পুরুষ ও মহিলা মেম্বার, সচিব, ওয়াশ ডেক্স উদ্যোক্তা ও গ্রাম্য পুলিশসহ ১৮ জন। এ সময় ওয়াশ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর বৃষ্টি খাতুন, নুর জাহান ও এসএম চাতক উপস্থিত ছিলেন।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষনার্থীরা একজন নেতার গুণাবলী, ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য, ইউনিয়ন পরিষদের এ্যাক্ট-২০১৯, বাংলাদেশ পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল, এমটিআর, বাৎসরিক বাজেট এবং ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের কৌশল ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।




Leave a Reply

Your email address will not be published.