সমাজের আলো : টেস্টের পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্বেও পরিবর্তন আসতে চলেছে। সব কিছু ঠিক থাকলে আবারও সাকিব আল হাসানের হাতেই তুলে দেওয়া হবে অধিনায়কত্বের ঝা-া। জিম্বাবুয়ে সফর শেষেই আনুষ্ঠানিকভাবে নতুন টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিবি। তবে সাকিবসহ মোট চারজন আছেন বিসিবির ভাবনায়। বর্তমান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, লিটন দাস ও নুরুল হাসান সোহানের মধ্যে থেকে একজন অধিনায়ক ও একজন সহঅধিনায়ক বেছে নিতে চায় বোর্ড। গতকাল পরিচালনা পর্ষদের সভাশেষে বিসিবি সভাপতি যদিও বলেছেন, অধিনায়কত্ব নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সাকিব ও মাহমুদউল্লাহসহ নেতৃত্বের ভাবনায় চারজন আছেন বলে জানিয়েছেন তিনি। নাজমুল হাসান পাপন বলেন, ‘একজন অধিনায়ক হলে আরেকজন তো সহঅধিনায়ক হবে। এখানে কতগুলো ব্যাপার আছে, যাকেই বানাই না কেন, আগে তার সঙ্গে কথা বলতে হবে। কিছু শর্ত ঠিক করে নিতে হবে। এর সবই বাকি আছে। খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন।’




Leave a Reply

Your email address will not be published.