সমাজের আলো : নাটোর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া ম্যাজিস্ট্রেট সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) নগরীর পৌরসভা মোড়ে অবস্থিত মেমোরি ডায়াগনস্টিক সেন্টার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ভুয়া ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম এবং চার সহযোগী মাহবুবুর আলম, আতিকুর রহমান, মনিরুজ্জামান ও আরিফুর রহমান। নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে আরও ৪ সহযোগী সহ শনিবার দুপুরে নাটোর শহরের পৌরসভা মোড়ে অবস্থিত মেমোরি ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখানে তারা স্বাস্থ্যসেবা নিয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা অভিযোগ তুলে জরিমানার ভয় দেখান। তাদের আচরণে ডায়াগনস্টিকের মালিক হাবিবুর রহমান শেলির সন্দেহ হলে সে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।




Leave a Reply

Your email address will not be published.