সমাজের আলো : তালা উপজেলার জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটি নতুন বাজারের এম এ এফ সি কম্পিউটারের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ১০ হাজার টাকা করে সরকারি সহায়তার ভুয়া অনলাইন ফরম পূরণের কথাবলে তিন দিনে প্রায় তিন লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এম এ এফ সি কম্পিউটারের মালিক মুর্শিদ এই ভুয়া অনলাইন ফরম পূরণের নামে হাজার হাজার ছাত্র ছাত্রীর কাছ থেকে এই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ৮ ই মার্চ সকালে সরেজমিনে শ্রীমন্তকাঠী নতুন বাজারে গিয়ে জানা যায় কম্পিউটার দোকানদার মুর্শিদের ভুয়া প্রচারণা ও প্রলোভনে একটানা তিনদিন মুর্শিদের কম্পিউটার দোকানের সামনে অনলাইনে ফরম পূরণের জন্য হাটবাজারের চেয়েও ভিড় লেগে যায়। অনলাইনে ফরম পূরণ করতে আসা প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে মুর্শিদ নিম্ন ১০০ টাকা থেকে শুরু করে যার কাছ থেকে যা নিয়ে পেরেছে নিয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে। তবে ৮ ই মার্চ সরেজমিনে গিয়ে মুর্শিদের কম্পিউটার দোকানটি বন্ধ পাওয়া যায় এবং দোকানের সামনে দলেদলে ছাত্র-ছাত্রীদের অনলাইনে ফরম পূরণের উদ্দেশ্যে আসা-যাওয়া করতে দেখা যায়। এ বিষয়ে বাজারে উপস্থিত কয়েকজন বলেন বিষয়টি বিভিন্ন মহলে জানাজানি হওয়ায় সে সকাল থেকে দোকান খোলেনি। উক্ত বাজারের অন্য কম্পিউটার দোকানের বিষয়ে খোঁজ নিয়ে জানাগেছে বিষয়টি ভুয়া জানতে পেরে অন্য কোন কম্পিউটার দোকানদার এই কাজ করছেন না। এ বিষয়ে মুর্শিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে প্রায় সকাল থেকেই তিনি ফোন রিসিভ করেননি। এমনকি সাংবাদিক পরিচয় দিয়ে তাঁর মুঠোফোনে মেসেজ পাঠালেও তিনি কোনো উত্তর দেননি। অবশেষে বিকাল বেলায় তাকে পুনরায় ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন। এ বিষয়ে কম্পিউটার দোকানদার মুর্শিদের কাছে জানতে চাইলে তিনি আমাদের প্রতিনিধিকে বলেন, বিষয়টি আপনারা যদি সত্য মনে করেন তাহলে সত্য। এ বিষয়ে প্রতারক মুর্শিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।




Leave a Reply

Your email address will not be published.