সমাজের আলো : অপহরণের দু’দিন পর কলেজ ছাত্রী পপি খাতুনকে (১৬) উদ্ধার করেছে থানা পুলিশ। । সে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া গ্রামের করিম বিশ্বাসের মেয়ে। গত ২৮মার্চ বিকালে একই গ্রামের রামপ্রসাদ বসাকের ছেলে শুভ বসাক (১৮) পপিকে অপহারণ করে। এ ঘটনায় মঙ্গলবার ৩০ মার্চ অপহৃতা ভাই আলামিন বিশ্বাস তালা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরেই মঙ্গলবার(৩০ মার্চ) রাতে অভিযান চালিয়ে ফলেয়া গ্রামে থেকে পপিকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শুভ বসাক (১৮) কে গ্রেফতার করে পুলিশ। মামলা সুত্রে জানাযায়, সাতক্ষীরা তালা উপজেলায় ফলেয়া গ্রামের রামপ্রসাদ বসাকের ছেলে শুভ বসাক একই এলাকার করিম বিশ্বাসের মেয়ে একাদশ শ্রেণীর ছাত্রী পপি খাতুনকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ২৫ মার্চ পপি তার ভগ্নিপতির বাড়ি তালা উপজেলার জিয়লানলতা গ্রামে বেড়াতে যায়। সেখান থেকে ২৮মার্চ বিকালে বাড়িতে ফেরার পতিমধ্যে উপজেলার সদর ইউনিয়নের রহিমাবাদ প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকায় পৌছালে শুভ বসাক সংঘবদ্ধ হয়ে জোরপূর্বক তার মুখ বেঁধে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পরে তাকে উদ্ধার করতে না পেরে গত ৩০ মার্চ অপহৃতার ভাই আলামিন বিশ্বাস তালা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরেই থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে উপজেলার ফলেয়া গ্রামে থেকে অপহৃতা পপিকে উদ্ধার ও ঘটনার নায়ক শুভকে আটক করে। এব্যাপারে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান,মামলার পরেই গতকাল রাতেই ভিকটিমকে উদ্ধার ও আসামী শুভকে আটক করা হয়েছে। আজ ৩১মার্চ সকালে শুভকে আদালতে প্রেরণ ও ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.