তালা প্রতিনিধি : বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে কেন্দ্রীয় পানি কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস্ স্বাক্ষরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটি নেতা এড. কামরুজ্জামান, আঃ রাজ্জাক মলঙ্গী, শেখ আবদুল হান্নান, অধ্যক্ষ এনামুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওয়ার আলী জোয়ার্দ্দার, ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুস শাহাদৎ, ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, মোঃ রুহুল আমীন, শেখ সেলিম আকতার স্বপন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দার, সরদার ইমান আলী, সফিকুল ইসলাম, মোঃ নুরুল হুদা, আব্দুর রউফ বাবু, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক অচিন্ত্য সাহা, সাংবাদিক মিজানুর রহমান, আনোয়ার হোসেন আকুঞ্জী, পানি কমিটি নেতা মীর জিল্লুর রহমান, মোঃ তফেজুদ্দীন, গাজী শহীদুল্লাহ, শিবপদ মল্লিক, আশরাফুন নাহার আশা, সাবিনা ইয়াসমিন, গুলশান আরা, রেক্সোনা খাতুন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, উত্তরণের দিলীপ কুমার সানা, ইকবাল হোসেন লাভলু, ফাওজুল কবীর প্রমুখ।উক্ত সভায় অত্র অঞ্চলে জলাবদ্ধতা পরিস্থিতির উপর একটি ভিডিও ডকুমেন্টেশন তৈরি, পানি কমিটি কর্তৃক ভবদহ ও সাতক্ষীরা এলাকা পরিদর্শন এবং তাৎক্ষনিকভাবে সেখানেই প্রেসকনফারেন্স করার সিদ্ধান্ত গ্রহীত হয়। এছাড়া সমস্যা সমাধানের জন্য পানি কমিটি কর্তৃক আগামী নভেম্বর মাসের প্রথম দিকে ঢাকাতে একটি প্রোগ্রাম করার সিদ্ধান্ত নেয়া হয়।




Leave a Reply

Your email address will not be published.