তালা প্রতিনিধি : রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে তালার উত্তরণ আইডিআরটিতে উপজেলা প্রশাসনের সাথে স্টেকহোল্ডারদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস। সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

মাল্টিমিডিয়ার মাধ্যমে কপোতাক্ষ নদ খনন ও পাখিমারা বিলের টিআরএম কার্যক্রম উপস্থাপন করেন হাসেম আলী ফকির। সভায় উপস্থিত ছিলেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, তালা উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটি নেতা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, শেখ আবদুল হান্নান, পাখিমারা বিল অববাহিকার বাসিন্দা আব্দুল আলীম, দিলীপ রায়, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, পানি কমিটি নেতা সরদার ইমান আলি, জিএম শহিদুল্লাহ, সাবিনা ইয়াসমিন, সুনন্দা ভদ্র, নাজনীন আক্তার, কল্পনা রানী, উত্তরণ কর্মকর্তা হাসান আব্দুল্লাহ রাফাত, দিলীপ সানা প্রমুখ।
সভায় কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের বর্তমান পরিস্থিতি, পাখিমারা বিলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের অর্থ প্রাপ্তির অগ্রগতি, পেরিফেরিয়াল বাঁধের বর্তমান অবস্থাসহ নদী রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এ সময় এলাকার নদ-নদী বাঁচাতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।




Leave a Reply

Your email address will not be published.