সমাজের আলো : তালা পুলিশের অভিযানে ৪ জন নিয়মিত মামলার আসামী ও গ্রেপ্তার পরোয়ানাভুক্ত ০১ জন আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।আসামীরা হলেন, গোলাপ নবী সরদারের ছেলে বিল্লাল সরদার (৩৫), মোক্তার শেখের ছেলে বান্টু শেখ (৩৫), আব্দুল হাকিম সরদারের ছেলে সাদ্দাম সরদার (৩০), আব্দুল হাকিম সরদারের ছেলে ফটিক সরদার (৪৫)। সবার বাড়ি হরিহরনগর গ্রামে। থানা সূত্রে জানা যায়, রাত্রিকালীন অভিযান তালা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) সঙ্গীয় অফিসার ফোর্স তালা থানার হরিহরনগর গ্রাম হতে নিয়মিত মামলার ৪জন্য আসামী ও গ্রেপ্তার পরোয়ানাভুক্ত ১জন আসামীকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আশাশুনি উপজেলা প্রতিনিধি জানান আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে সর্বমোট ১শত ১০ গ্রাম গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ী ও চুরির অভিযোগে একজনসহ সর্বমোট ৪ আসামীকে আটক করা হয়েছে। থানার নবাগত অফিসার ইনচার্জ মো: মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে শুক্রবার এসআই অভীক বড়াল ও এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের রফিকুল সরদারের ছেলে মতিয়ার রহমান সরদার (৪০) কে তেঁতুলিয়া বাজার থেকে ৬০ গ্রাম গাঁজাসহ হাতেনতে আটক করেন। পরে এসংক্রান্ত আশাশুনি থানায় নিয়মিত মামলা নং-২৩(১)২২ রুজু করা হয়। অপরদিকে, এসআই সফিউল্লাহ মোল্যা ও এএসআই আব্দুর জব্বার সঙ্গীয় ফোর্সের সহায়তায় বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের কালাম বিশ্বাসের ছেলে কবিরুল বিশ্বাস (২০)কে বুধহাটা এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। পরে এ সংক্রান্ত আশাশুনি থানায় নিয়মিত মামলা নং-২৪(১)২২ রুজু করা হয়। এদিকে, এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় আশাশুনি থানার চুরি মামলা নং-১৮(১)২২ এর আসামী শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে সহিলউদ্দীন সরদার (৬০)কে সোদকনা এলাকা থেকে আটক করেন। এছাড়াও এএসআই তপন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-২১৯/১৯ ওয়ারেন্টমূলে উপজেলার মির্জাপুর গ্রামের জালাল সানার ছেলে আছাদুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করেন। আটককৃত সকল আসামীদেরকে শনিবার দুপুরে বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.