বিদেশের খবর: মহামারি করোনাভাইরাস ঠেকাতে লকডাউন তিন মাস চললে পরিবারের আয় ন্যূনতম এক-চতুর্থাংশ কমে যাবে। আর দারিদ্র্যের হার বেড়ে হবে দ্বিগুণ। অর্থনীতি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি তাদের গবেষণার এ তথ্য তুলে ধরে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ খানার আয় ও ব্যয় নির্ধারণ জরিপের উপাত্ত ব্যবহার করে অর্থনৈতিক মডেলের মাধ্যমে তুলনামূলক বিশ্লেষণ করে এ গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে।

বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতির ওপর করোনাভাইরাসজনিত অর্থনৈতিক সংকটের প্রভাব নিয়ে চালানো এই গবেষণায় নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান।

এতে বলা হয়েছে, এক মাস পেরিয়ে আসা এই লকডাউন তিন মাস স্থায়ী হলে দেশের মানুষের আয় ২৫ শতাংশ কমে যেতে পারে। কোনো দুর্যোগে আয়ের ২৫ শতাংশ নেতিবাচক প্রভাব পড়লে, বাংলাদেশে দারিদ্র্যের হার ৪০ দশমিক ৯ শতাংশে পৌঁছবে। নতুন করে আরও ২০ দশমিক ৪ শতাংশ মানুষ দরিদ্র হবে।




Leave a Reply

Your email address will not be published.