আশরাফুল ইসলাম, দেবহাটা : করোনা আক্রান্ত ক্ষতিগ্রস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরন করা হয়েছে। বুধবার (৫ মে, ২০২১) উপজেলা পরিষদের সামনে ইউএনও অফিস প্রাঙ্গনে উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার উপজেলার বিভিন্ন এলাকায় করোনা আক্রান্ত ক্ষতিগ্র্স্থদের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার মোট ৩০ জন করোনা আক্রান্ত ক্ষতিগ্রস্থ অস্বচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিটি পরিবারকে ৩৫০০ টাকা করে চেক প্রদান করা হয়েছে। এসময় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও বলেন, করোনা ঝুকি মোকাবেলায় সরকার বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন ও বাস্তবায়ন করে চলেছে। করোন থেকে রক্ষা পেতে নিজেদের সচেতনতার কোন বিকল্প নেই জানিয়ে তারা সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানান। সাধারন মানুষের কল্যানে সরকার কাজ করছে। মানুষের অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে সকলকে একযোগে কাজ করার জন্য উপজেলা চেয়ারম্যান ও ইউএনও আহবান জানান।




Leave a Reply

Your email address will not be published.