আশরাফুল ইসলাম, দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় মুজিববর্ষে দেশের সকল গৃহহীনদেরকে সরকারীভাবে গৃহ নির্মান করে দেয়ার প্রধানমন্ত্রীর আশ^াসে দেশের সকল এলাকার পাশাপাশি দেবহাটা উপজেলাতেও ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মান করে দেয়ার কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় এই গৃহ নির্মান কাজ করা হচ্ছে বলে জানা গেছে। দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দেবহাটা উপজেলাতে ১ম পর্যায়ে প্রতিটি ঘরের জন্য ১ লক্ষ ৭১ হাজার টাকা বরাদ্দে মোট ২৯টি ভূমিহীন ও গৃহহীনদেরকে গৃহ নির্মান করে হস্তান্তর করা হয়েছে। একই প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে ৭৫টি গৃহ নির্মান করার অনুমোদন পাওয়া যায়। প্রতিটি ঘরের জন্য ১ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দে সেই ৭৫টি ঘরের মধ্যে ইতিমধ্যে ১০টি ঘর নির্মান করে গত ২০ জুন, ২০২১ ইং তারিখে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদেরকে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ১০টি ঘরের নির্মান কাজ চলমান রয়েছে যেগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অতি দ্রত ঐ ১০টি ঘর হস্তান্তর করা হবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার জানিয়েছেন। শফিউল বশার আরো জানান, ৭৫টি বরাদ্দপ্রাপ্ত ঘরের মধ্যে বাকী ৫৫ টি ঘরের জায়গা নিঞ্চল হওয়ার কারনে সেখানে মাটি ভরাট করা প্রয়োজন। ইতিমধ্যে ২২টি ঘরের মাটি ভরাটের জন্য বরাদ্দ পাওয়া গেছে এবং সেখানে মাটি ভরাটের কাজ চলছে। এছাড়া বাকি ৩৩ টি ঘরের জায়গায় মাটি ভরাটের জন্য মন্ত্রনালয়ে বরাদ্দের জন্য আবেদন জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই সেখানে মাটি ভরাট করে ঘর নির্মানের কাজ শুরু করা হবে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে ভূমিহীন ও গৃহহীনদেরকে গৃহ নির্মানের প্রতিশ্রতি বাস্তবায়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই প্রকল্পের কাজ করা হচ্ছে। উপজেলার মধ্যে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন বাছাইপূর্বক প্রকৃত গৃহহীন চিহ্নিত করে তাদেরকে এই গৃহ হস্তান্তরে অগ্রাধিকার দেয়া হচ্ছে। যাতে সরকারের উদ্দ্যেশ্য বাস্তবায়িত হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে তদারকিপূর্বক এই কাজ করা হচ্ছে বলে ইউএনও জানান।




Leave a Reply

Your email address will not be published.