সমাজের আলো : সাতক্ষীরার দেবহাটায় কঠোর লকডাউন উপেক্ষা করে জমজমাট গরুহাট বসিয়েছেন ইজারাদার। রোববার সকাল থেকে পারুলিয়া গরুহাটে জনসমাগম শুরু হয় প্রায় বেলা ১২টা পর্যন্ত। সরেজমিনে দেখা যায়, আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে এ হাট বসানো হয়। হাটে জেলা ও জেলার বাহিরের বিভিন্ন এলাকার মানুষ কেনা-বেচা ও ঘুরতে আসেন। হাটে গরু, ছাগল, ভেড়া, কাপড়, মনোহরিসহ সব ধরণের দোকান বসানো হয়। হাটে আসা মানুষের অধিকাংশদের মুখে মাস্ক ছিল না। এমনকি সমাজিক দূরত্বের কোন বালাই ছিল না গরুহাটে। সারাদেশের কঠোর লকডাউনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে এ হাট বসানো হয়। খোঁজ নিয়ে আরো জানা যায়, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের পিতার মৃত্যুতে তিনি উপজেলায় না থাকায় এ সুযোগে হাট বসায় ইজারাদার ও জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা। তবে হাটে খাজনা আদায়কারী কয়েকজনের সাথে লকডাউনে হাট পরিচালনার বিষয়ে কথাবলার চেষ্টা করলে তারা দৌঁড়ে পালিয়ে যায়। এবিষয়ে তার ইজারাদারের যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন ০১৭১১-৪৪৮৯৫৬ বন্ধ করে রাখেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি ও সেনা সদস্যরা এসে হাট বন্ধ করে দেন। এদিকে, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, এবিষয়ে আমার জানা নেই। তবে হাটে থানা পুলিশের পিকআপ ভ্যান সহ একটি টিম সেখানে অবস্থান করছিল এ প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি খোঁজ নিব। নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি জানান, পারুলিয়ায় লকডাউন উপেক্ষা করে গরুহাট বসানোর বিষয়ে জানতে পেরে সেনা সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতিতে হাটের উপস্থিত লোক পালিয়ে যায়। ইজারাদারের কোন লোককে পাওয়া যায়নি। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হবে।




Leave a Reply

Your email address will not be published.