আশরাফুল ইসলাম, দেবহাটা প্রতিনিধি :  দেবহাটা উপজেলার মানুষের চিকিৎসা সেবা দৌর গৌড়ায় পৌছে দেওয়া লক্ষ্যে দেবহাটা উপজেলার এতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশন নিরলসভাবে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর/২১, শুক্রবার বদরতলার চালতেতলা সাইক্লোন সেন্টারে, সকাল ৯টায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে উক্ত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সার্জারী বিভাগের প্রধান ডাঃ শরিফুল ইসলাম, ৯নং ওয়ার্ড পারুলিয়া ইউনিয়নের ইউ,পি সদস্য ইসমাইল হোসেন, ফেয়ার মিশনের সাধারন সম্পাদক আরিফ বিল্লাহ রানা, ফেয়ার মিশনের জয়েন্ট সেক্রেটারী উত্তম কুমার, ফেয়ার মিশনের পাচপোতা শাখার সভাপতি আল আমিন ও সাধারন সম্পাদক সাব্বির হোসেন, ফেয়ার মিশনের সখিপুর শাখার সভাপতি ইমরান হোসেন সুমন, ফেয়ার মিশনের বদরতলা শাখার সভাপতি ইকবাল হোসেন, ফেয়ার মিশনের ভাতশালা শাখার সাধারন সম্পাদক জমিরউদ্দীন প্রমুখ। এলাকার হত দরিদ্র, দুঃস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান করেন সার্জারী বিশেষজ্ঞ ডাঃ শরিফুল ইসলাম, শিরা বিশেষজ্ঞ ডাঃ আরাফাত আজম, শিশু বিশেষজ্ঞ ডাঃ আব্দুর রউফ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ফরহাদ হোসেন। এছাড়াও মাদার তেরেসা ডায়গোনোষ্টিক ও কনসালটেশন সেন্টার সাতক্ষীরার পক্ষ থেকে আগত রোগীদের রক্তের গ্রæপ ও ডায়েবেটিক ফ্রি পরীক্ষা করার ব্যবস্থা করা হয় এবং রোগীদের ফ্রী ঔষধ প্রদান করা হয়। উক্ত ক্যাম্পে ৫০০শত জন রোগী ফেয়ার মিশনের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা সেবা গ্রহন করেন।




Leave a Reply

Your email address will not be published.