দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে সকল ভাতাভোগীদের জ্ঞাতার্থে মাইকিং ও প্রচার প্রচারনা অভিযান পরিচালনা করা হচ্ছে। সকল ভাতাভোগীদের ভাতা প্রদানের জন্য সরকারের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে যাতে ভাতাভোগীরা তাদের স্ব স্ব একাউন্টের মাধ্যমে টাকা পেতে পারে তার জন্য নিয়মাবলী ও করনীয় সম্পর্কে সকলকে সচেতন করার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের উদ্যোগে এই মাইকিং ও প্রচার প্রচারনা চালানো হচ্ছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন জানান, দেবহাটা উপজেলার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীভাতাপ্রাপ্ত ব্যক্তিদের জানানো যাচ্ছে যে,

১) যে সকল ভাতাভোগী এখনও নগদ হিসাব খুলতে স্ব-স্ব ইউনিয়ন পরিষদে যান নাই

২) যারা নগদ হিসাব খুলেছেন কিন্তু মোবাইল নম্বর দেওয়ার সময় ভুল করেছেন

৩) যে সকল পরিবারে একাধিক ভাতা পাওয়ার জন্য একটিমাত্র মোবাইল নম্বর দিয়েছেন তাদের প্রত্যেকের ভাতা পাওয়ার জন্য আলাদা আলাদা নম্বর দিতে হবে, একই নম্বরে একাধিক ভাতার টাকা ঢুকবে না

৪) যারা নগদ খুলেছেন এবং মোবাইল নম্বর সঠিক আছে তাদের কোথাও যাবার দরকার নাই, মোবাইল নম্বর সঠিক কিনা তা আপনার ইউনিয়ন পরিষদে গেলে যাচাই করতে পারবেন অফিসে আসার দরকার নাই. নগদ হিসাব খুলেছেন কিন্তু পিন কোড জানেন না এমন হলে তাদেরকে *১৬৭# ডায়াল করে পিন কোড সেট করলেই টাকা পাবেন বলে সমাজসেবা কর্মকর্তা জানান।

এছাড়াও তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরিদ্র মানুষের জন্য দেয়া উপহার ভাতা পেতে কোন টাকা লাগেনা, অফিসের কথা বলে টাকা চাইলে টাকা দিবেন না. আপনাকে ভয় দেখাতে পারে টাকা না দিলে ভাতা কেটে দিবে কিন্তু এসুযোগ কারোর হাতে নাই এবং ভাতা কেটে দিবে এই ভয়ে কাউকে টাকা দিবেন না। কেউ টাকা চাইলে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সমাজসেবা অফিসার দেবহাটা, সাতক্ষীরাকে অবহিত করার উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন অনুরোধ করা করেছেন। তিনি আগামী মঙ্গলবার ২৫ মে, ২০২১ এর মধ্যে যাদের সমস্যা আছে সেগুলো ঠিক করে নেয়ার জন্য অনুরোধ করেছেন।




Leave a Reply

Your email address will not be published.