সমাজের আলো: দেহব্যবসা কোনও অবস্থাতেই অপরাধ নয়। এক ঐতিহাসিক আদেশে এই কথা বলেছে বোম্বে হাইকোর্ট। একটি মামলার রায়ে বিচারপতি পৃথ্বীরাজ চৌহানের বেঞ্চ বলেছে, যে কোনও প্রাপ্তবয়স্ক নারীর স্বেচ্ছায় তার পেশা বেছে নেয়ার অধিকার আছে। দেহব্যবসা যেহেতু একটি পেশা, যে কোনও মেয়ে প্রাপ্তবয়স্ক হলে স্বেচ্ছায় সেই পেশা নিতে পারে। কিন্তু যদি কেউ তাকে এই পেশায় আসতে বাধ্য করে কিংবা প্রলোভন অথবা ভয়ের বশবর্তী হয়ে যদি কেউ এই পেশা গ্রহণ করে তাহলে তা অপরাধ বলে গণ্য হবে। ১৯৫৬ সালের প্রিভেনশন অফ ইমমরাল ট্রাফিক অ্যাক্ট এর রূপান্তরও চেয়েছে বোম্বে হাইকোর্ট।




Leave a Reply

Your email address will not be published.