সমাজের আলো ঃ অবশেষে আবারো শুরু হল সাতক্ষীরা শহরের জলবদ্ধতা নিরসনের একমাত্র পথ প্রাণ সায়ের খালের পুনঃখননের কাজ। খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় রবিবার সকালে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার সংলগ্ন কেষ্ট ময়রার ব্রীজের নিচ থেকে এই খাল খননের কাজ শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর আজহার আলী, সাতক্ষীরা পানিউন্নয়ন বোর্ড বিভাগ- ১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়েল, উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুর রহমান প্রমুখ। উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুর রহমান এ সময় জানান, প্রানসায়ের খালের সাড়ে ১৪ কি.মি. এর মধ্যে ১০ কি.মি এর খনন কাজ আগেই শেষ হয়েছে। বাকী সাড়ে ৪ কি.মি খননের কাজ সাতক্ষীরা শহরের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে আজ সকাল থেকে শুরু করা হয়েছে। তিনি আরো জানান, প্রানসায়ের খালের এই সাড়ে ১৪ কি.মি. খনন কাজে মোট ব্যয় ধরা হয়েছে ৯ কোটি টাকা।##




Leave a Reply

Your email address will not be published.