সমাজের আলো : গাজীপুরে দ্বিতীয় স্ত্রীকে রাজি-খুশি রাখতে নিজ ঔরষজাত সন্তানকে হত্যা করেছেন বাবুল হোসেন আকন্দ (৪২) নামে এক ব্যক্তি। হত্যাকাণ্ডের প্রায় সাড়ে তিন মাস পর ঘাতক বাবা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর আগে গত ৯ মার্চ সদর উপজেলার পিরুজালী বকচরপাড়ার সানাউল্লাহ মুন্সির বাঁশঝাড়ের পাশে একটি ফাঁকা জায়গা থেকে বিপ্লব হোসেন আকন্দ (১৪) নামে ওই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।পিবিআই কর্তৃক গ্রেপ্তারকৃতরা হলেন- বিপ্লব হোসেন আকন্দের বাবা বাবুল হোসেন আকন্দ (৪২) ও তার সহযোগী ভাগ্নী জামাই এমদাদুলকে (৩৫)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় সদর উপজেলার পিরুজালী থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।পিবিআই গাজীপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, গত ৮ মার্চ রাত ৮টায় বিপ্লব মসজিদে নামাজ পড়ার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ৯ মার্চ সকালে জয়দেবপুর থানার পিরুজালী বকচরপাড়ার সানাউল্লাহ মুন্সির বাঁশঝাড়ের পাশে একটি ফাঁকা জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় নিহতের মা খাদিজা আক্তার বাদি হয়ে জয়দেবপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি থানা পুলিশ একমাস তদন্ত করে রহস্য উদ্ঘাটন করতে না পারায় তদন্তভার গাজীপুর জেলার পিবিআইকে দেওয়া হয়।




Leave a Reply

Your email address will not be published.