সমাজের আলো : নিহতের পায়ে লেখা আত্মহত্যার কারণ। সঙ্গত কারণে ঝাপসা করে দেওয়া হয়েছে। ছবি : আমাদের সময়
বরিশালের আগৈলঝাড়ায় আত্মহত্যার জন্য প্ররোচনাকারীদের নাম নিজের শরীরে কলম দিয়ে লিখে গেছেন এক সন্তানের জননী টুম্পা। তিনি যাদের অভিযুক্ত করে গেছেন তারা হলেন- তার স্বামী, ভাসুর ও জা। এ ঘটনায় নিহতের বড় বোন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ টুম্পার স্বামী স্বপন মন্ডলকে গ্রেপ্তার ।জানা গেছে, গ্রেপ্তারের পর স্বপনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বাকিরা আত্মগোপন করেছেন। অগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার এসব তথ্য জানান।মামলার বরাত দিয়ে ওসি জানান, মাদারীপুর জেলার ডাসার থানার নবগ্রাম এলাকার বাসিন্দা মৃত বঙ্কিম মন্ডলের ছেলে স্বপন মন্ডলের (৪২) সঙ্গে ১১ বছর আগে টুম্পার (৪০) বিয়ে হয়। বিয়ের পরে স্বামী, ভাসুর ও জা’র শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে ৭/৮বছর আগে স্বপন তার বাবার বাড়ি ছেড়ে স্ত্রী টুম্পাকে নিয়ে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামান্দেরআঁক গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। টুম্পা ও তার স্বামী সরকারি রাস্তায় শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।




Leave a Reply

Your email address will not be published.