সমাজের আলো :যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২০০২ সালে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়। ১৯৭৬ সালে সেদেশের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড পুনর্বহালের পর থেকে কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ১০তম ঘটনা ছিল সেটি। সেই নারীর নাম আইলিন অর্নোজ। যিনি পেশায় ছিলেন একজন যৌনকর্মী এবং তার নেশা ছিলো পুরুষদের হত্যা করা।আইলিন ১৯৮৯ থেকে ১৯৯০ সালের মধ্যে ৭ পুরুষকে হত্যা করে ওই দেশটিতে তুমুল আলোচনার সৃষ্টি করেন। চলুন ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ নারী সিরিয়াল কিলারের বিষয়ে আজ জানা যাক। তার জীবন কাহিনীকে উপজীব্য করে অনেক ডকুমেন্টারি-সিনেমা তৈরি হয়েছে।নস্টার নামে একটি সিনেমায় হলিউড অভিনেত্রী শার্লিজ থেরন,আইলিনের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর অস্কার পুরস্কারও বাগিয়ে নিয়েছেন। সিনেমাটিতে শুধু অপরাধের মাত্রাটাই দেখানো হয়নি পাশাপাশি আধুনিক আমেরিকায় একজন ব্যক্তি কতটা অসহায় ও নিঃস্ব হলে এমন জীবনযাপন করতে পারেন সেটাও তুলে ধরা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.