সমাজের আলো : সাবেক সিভিল সার্জন তাওহীদুর রহমান সহ নয় জনের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ ।উচ্চ আদালত হতে উলে­খিত আসামীরা বর্তমানে জামিনে আছেন। দুর্ণীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের উপ পরিচালক প্রেরিত ১৩৯৫৬ নং স্মারকের পত্রের প্রেক্ষিতে বিজ্ঞ পিপি (দুদক) সাতক্ষীরা কর্তৃক উক্ত মামলার জামিন প্রাপ্ত আসামীরা যেন বিদেশ গমন করতে না পারেন সে বিষয়ে নিষেধাজ্ঞার আবেদন করলে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ (স্পেশাল জজ) ভার্চুয়াল শুনানী গ্রহন করেন, বিজ্ঞ স্পেশাল জজ বিজ্ঞ পিপি (দুদক) এর আবেদন, মামলার নথি পর্যালোচনা, সহ আনুষাঙ্গীক বিষয়াবলী পর্যালোচনায় বিজ্ঞ আদালতের অনুমতি ব্যতিত নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। এবং আদেশের অনুলিপি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ইমিগ্রেশন স্পেশাল ব্রাঞ্চ ঢাকা বরাবর প্রেরনের নির্দেশ প্রদান করেন। প্রসঙ্গত ঃ ডাঃ তওহীদুর রহমান সাতক্ষীরা সিভিল সার্জন হিসেবে কর্মরত থাকা অবস্থায় তিনি সহ অপরাপর আসামীরা যথাক্রমে স্টোর কিপার একে ফজলুল হক, হিসাব রক্ষক আনোয়ার হোসেন, জাহের উদ্দীন সরকার, আলহাজ্ব আব্দুস সাত্তার সরকার মোঃ আহসান হাবীব, মো: আশাদুর রহমান, কাজী আবু বকর ছিদ্দিক, এএইচ এম আব্দুল কুদ্দুস পরস্পর দুর্নিতীর মাধ্যমে, যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে, পরিকল্পিতভাবে সদর হাসপাতাল সাতক্ষীরা সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যন্ত্রপাতির কোন ধরনের চাহিদাপত্র না থাকা সত্তে¡ও মিথ্যা ভাবে জালজালিয়াতি ও প্রতারনার আশ্রয়ে দরপত্র আহবান, দরপত্র সংগ্রহ, দরপত্র মুল্যায়ন ও কার্যাদেশ প্রদান করে তিনটি মিথ্যা বিলের মোট ষোল কোটি একষট্টি লক্ষ একুত্রিশ হাজার আটশত সাতাশ টাকা উত্তোলন পূর্বক আত্মসাত করেন যে কারনে দুর্ণিতী দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা এর উপসহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে ২০১৯ সালের ৯ জুলাই মামলা দায়ের করেন।




Leave a Reply

Your email address will not be published.