সোহরাব হোসেন সবুজ, নলতা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা পাক রওজা শরীফ স্বপরিবারে পরিদর্শন করেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান মামুন আব্দুল্লাহ। শনিবার বেলা ১১ টার দিকে তিনি এই পরিদর্শনে আসেন। এসময় সাথে ছিলেন কালিগঞ্জ থানার সুযোগ্য ও মানবিক অফিসার ইন চার্জ (ওসি) দেলোয়ার হুসেইন, ইনডিপেনডেন্ট টিভির সাতক্ষীরা জেলা সংবাদদাতা মো. আবুল কাশেম, বেক্সিমকো মিডিয়ার প্রশাসনিক প্রধান সফিউল আলম, রিপোর্টার সোহরাব হোসেন সবুজ সহ অন্যান্য সংবাদকর্মীবৃন্দ । নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা শিক্ষক আবুল ফজল ও আনিসুজ্জামান খোকনও সাথে ছিলেন। বার্তা প্রধান মামুন আব্দুল্লাহ হযরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর জীবন দশর্ন এবং তার কর্মময় স্মৃতি ঘুরে ঘুরে দেখেন। পীরকেবলার শিক্ষা সংস্কার বিষয়ক তথ্য জেনে তিনি আন্দোলিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে আহছানউল্লা (র.)’র অবদানের বিষয়েও তাকে অবগত করা হয়। পরিশেষে মিশন অফিসে তাকে পীরকেবলার বইও উপহার দেওয়া হয়। তিনি স্ব পরিবারে পরিদর্শনে এসে আনন্দিত হন। কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকেও তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।




Leave a Reply

Your email address will not be published.